দেশ সেরা স্কিল ডেভেলাপেমন্ট ট্রেনিং একাডেমি
সঠিক দক্ষতাই
হোক ভবিষ্যৎ গঠনের অন্যতম হাতিয়ার
নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট রাখার জন্য পড়াশোনার পাশাপাশি যেকোনো বিষয়ে দক্ষতা অর্জন খুবই দরকারি। গ্রাফিক ডিজাইন হোতে পরে সেরকম দক্ষতা। আর সেই সাথে রয়েছে ফ্রিল্যান্সিং ও ডাইরেক্ট ক্লায়েট হান্ট, যা আপনাকে স্বাবলম্বী ও বেকারমুক্ত করতে পারে। আপনাদের সেই দক্ষতার পথপ্রদর্শক হিসেবে রয়েছি আমরা তিন(৩) জন মেন্টর। আসুন সবাই মিলে ভবিষ্যৎ গঠনের দিকে এগিয়ে যাই।
GRAPHIC DESIGN AND EARNING ONLINE
(FREELANCING, DIRECT CLIENT HUNT AND MICROSTOCK MARKETPLACE)
আমাদের এই কম্প্লিট Graphic Design and Earning Online (Freelancing, Direct Client hunt and Microstock marketplace) মাস্টার্স কোর্সটি ঠিকমত আয়ত্ত করতে পারলে যে কেউ এই সেক্টরে এক্সপার্ট হয়ে অনলাইনের যেকোনো প্লাটফর্মে দাপিয়ে বেড়াতে পারবেন ইনশাল্লাহ। আমরা তিন(৩) জন মেন্টর আমাদের ছয়(৬) বছরেরও বেশি অভিজ্ঞতার আলোকে এই কোর্সটি তৈরি করেছি। ফ্রিল্যান্সিং, ডাইরেক্ট ক্লায়েন্ট হান্ট সহ বিভিন্ন মাইক্রোস্টক সাইট থেকে Passive Income করার গাইডলাইন এবং ডিজাইন কাজ আরো সহজ করার জন্য সাথে রয়েছে Premium Design Resources। এই সবগুলোই পেয়ে যাবেন একটি কোর্সে।
একের ভিতর চার
Graphic Design
Freelancing
Direct Clint Hunt
Microstock Business
দক্ষতাই হয় যদি আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে দক্ষতা অর্জনে ভয় কিসের?
স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি, চাকরিজীবীরা চাকরির পাশাপাশি, গৃহিণীরা গৃহস্থলের কাজের পাশাপাশি এবং যারা বেকার ভাই-বোন বসে রয়েছেন তারা খুব সহজেই গ্রাফিক ডিজাইন স্কিল ডেভেলপমেন্ট এর এই কোর্সটি করে নিজেদেরকে ফুল টাইম অথবা পার্ট টাইম ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেটপ্লেসে প্রতিষ্ঠিত করতে পারেন । তার পাশাপাশি আমরা দেখিয়েছি কিভাবে মার্কেটপ্লেসের বাহিরে কিছু সহজ ট্রিক্স অবলম্বন করে ক্লাইন্ট খুজে বের করতে হয় । এই কোর্সে বোনাস হিসেবে আমরা আপনাদের দেখিয়েছি, কিভাবে নিজস্ব করা ডিজাইনগুলো বিভিন্ন Microstock ওয়েবসাইটে বিক্রি করে Passive ইনকাম জেনারেট করতে পারবেন।
তাই একজন সফল গ্রাফিক ডিজাইনার হতে এবং অর্থ উপার্জন করতে যা কিছু দরকার তার সবটাই আমরা এই কোর্সের অন্তর্ভুক্ত করেছি। আমাদের এই কোর্সে দেখানো হয়েছে এডোবি ফটোশপ (Adobe Photoshop) আর এডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator) ব্যবহার করে যেকোনো বিজ্ঞাপন ব্যানার ডিজাইন (Banner Design), লোগো ডিজাইন (Logo Design), ফ্লায়ার ডিজাইন (Flyer Design), স্টেশনারি ডিজাইন (Stationery Design), বিজনেস কার্ড ডিজাইন (Business Card Design), সোশ্যাল মিডিয়াতে প্রয়োজনীয় বিভিন্ন পোস্ট এর ইমেজ ডিজাইন (Image Design/Post Design), বিভিন্ন ধরনের ব্রুশিয়ার ডিজাইন (Brochure Design), ভেক্টর ট্রেস, ইমেজ এডিটিং/ফটো এডিটিং (Photo Editing), ইমেজ মেনোপুলেশন (Photo Manipulation) সহ আরো অনেক কিছু…(কোর্সের মডিউল অংশে বিস্তারিত রয়েছে)।
বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক (Upwork), ফাইভার (Fiverr) ফ্রিল্যান্সার.কম(Freelaner. com) এগুলোতে কিভাবে কাজ করতে হয় তার টোটাল গাইডলাইন (A to Z guideline) এবং নিজের করা ডিজাইন গুলো বিভিন্ন মাইক্রোস্টক মার্কেটপ্লেসে (Microstock Marketplace) বিক্রির মাধ্যমে একটি স্মার্ট প্যাসিভ ইনকাম জেনারেট করা।
মার্কেটপ্লেসের বাইরেও যে বিশাল পরিমানের ক্লায়েন্ট (More than 90% clients are outside of those renowned marketplace) রয়েছে তাদের আমরা কিভাবে LinkedIn, indeed, yelp সহ বিভিন্ন ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে বের করতে হয় এবং তাদের সাথে কমিউনিকেশন করে কাজ নিতে হয় তাও শিখিয়েছি।
কোর্সের ভিতরে দেখানো হয়েছে কিছু রিয়েল ক্লায়েন্ট এর ব্রিফ অনুযায়ী কিভাবে কাজ করতে হবে তার বাস্তব অভিজ্ঞতা আরও রয়েছে হোমওয়ার্কের মাধ্যমে যাচাই করন যা আপনাদের একটি প্রাইভেট গ্রুপ (FB Group & Discord) মাধ্যমে তত্ত্বাবধান করা হবে, গ্রুপের মোটামুটি ২৪ ঘন্টায় আমরা তিনজন মেন্টর আপনাদের সাপোর্ট দিয়ে থাকবো।
তাই, আপনারা সরাসরি আমাদের এই তিনজনের সাথে আপনাদের সব সমস্যা শেয়ার করতে পারবেন এবং আশা করি সেগুলার খুব দ্রুত এবং সহজ সমাধান খুঁজে বের করতে পারবেন যা আপনাদের কাজকে করবে আরো বেগবান।
একটি কোর্সেই পেয়ে যাচ্ছেন গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, মাইক্রোস্টক মার্কেটপ্লেস এবং ডাইরেক্ট ক্লায়েন্ট হান্ট এর ফুল প্যাকেজ।
আমরা Graphic Design নিয়ে কাজ করে আসছি বিগত ৬ বছরেরও বেশি সময় ধরে। এবং একাই সময় যাবৎ আমরা বিভিন্ন Marketplace এ Freelancer হিসাবে কাজ করে আসছি।
মার্কেটপ্লেস সম্বন্ধে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন দেখতে পাবেন এই কোর্সে।
Fiverr সহ বিভিন্ন মার্কেটপ্লেসের এক লক্ষ প্লাস ডলার (1 lac Dollar+) এক লক্ষ প্লাস ডলার (1 lac Dollar+) ইনকামের অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমাদের করছে দেখানো গাইডলাইন গুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি monthly একটি স্মার্ট ইনকাম generate করতে পারবেন।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের বাইরে এই বিশাল ইন্টারনেট দুনিয়ায় কিভাবে কাঙ্ক্ষিত ক্লায়েন্ট খুঁজে পাবেন তার টোটাল গাইডলাইন এই কোর্সে যুক্ত করা হয়েছে।
প্র্যাক্টিস চলাকালীন সময়ে আপনার প্র্যাক্টিসকৃত ডিজাইন দিয়েই কিভাবে ইনকাম করে ফেলতে পারবেন তা এই কোর্সে দেখানো হয়েছে।
Marketplace এবং Client এর ভরসায় বসে না থেকে কিভাবে নিজের করা ডিজাইন দিয়ে Micro stock ওয়েবসাইটগুলোতে বিজনেসের মাধ্যমে একটি Passive ইনকাম জেনারেট করতে পারবেন সেটিও এই কোর্সে দেখানো হয়েছে।
24/7 স্টুডেন্ট সাপোর্ট (বিশাল একটি অংশ হচ্ছে সাপোর্ট সিস্টেম অনেকেই কোর্স আমরা করি কিন্তু সাপোর্ট সিস্টেম ভালো না হওয়ার দরুন আমরা কিন্তু বেশিদূর আগাতে পারি না কিন্তু আমাদের একাডেমিতে সাপোর্ট সিস্টেম হবে ১০০ তে ১০০)।
প্রত্যেক সপ্তাহে LIVE GROUP CALL এর ব্যবস্থা আছে, যার মাধ্যমে Problem Solving এবং Networking করে community ডেভোলপমেন্ট হবে।
তিনজন মেন্টরের সরাসরি সাপোর্ট পাবেন। (আপনাদের প্রবলেমগুলো গ্রুপে পোস্ট করলে সরাসরি এগুলো মেন্টরদের কাছেই যাবে তাই আপনি ওই প্রবলেমের সহজ এবং নিরাপদ সলিউশন পেয়ে যাবেন)।
এই কোর্সের সাথে পেয়ে যাবেন 5000 ডলার সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স
এই কোর্সটি সাজানো হয়েছে ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেলের সহজ ও সাবলীল ভাষায় যেটি যে কেউ শুধুমাত্র কম্পিউটারের বেসিক জ্ঞান থাকলেই বুঝতে ও সেই মতো কাজ করতে পারবেন।
১০টিরও (দশ) বেশি লাইভ প্রজেক্ট কম্পিলিট করে দেখানো হয়েছে।
আমাদের কোর্সসমূহ
- Trigono AcademyGraphic Design and Earning OnlineLifetimeAll levels177 Lessons6 Quizzes35 Students৳ 7,000৳ 3,500দেশ সেরা স্কিল ডেভেলাপেমন্ট ট্রেনিং একাডেমি সঠিক দক্ষতাই হোক ভবিষ্যৎ গঠনের অন্যতম হাতিয়ার নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট রাখার […]